কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণালংকার ও নগদ টাকা

আগস্ট ২২ ২০২৫, ১৫:২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের (৪৮) বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নিখিল কর্মকার হাজীপুর বাজারে স্বর্ণের ব্যবসা করেন।
ঘটনার রাতে রাতের খাবার খেয়ে স্ত্রী শিলা রানি (৩৯), মেয়ে নিঝুম ও ছেলে নীরব কর্মকার (১১) সহ ঘুমিয়ে পড়েন। রাতের আধারে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত ঘরের দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের এক রুমে আটকে রাখে এবং লোহার রড দিয়ে প্রহার করে।
ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দোকানের স্বর্ণসহ মোট ৪২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সর্বমোট প্রায় ৪৩ লাখ টাকার মালামাল ডাকাতি হয় বলে নিখিল কর্মকার দাবি করেছেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর ডাকাতরা বাড়ির মূল দরজা খুলে দক্ষিণ দিকে হেঁটে পালিয়ে যায়। ডাকাতদের মধ্যে কেউ শর্টপ্যান্ট, কেউ ট্রাউজার এবং সবার গায়ে কালোসহ বিভিন্ন রঙের টি-শার্ট ছিল। তারা স্থানীয় ও বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ডাকাতির শেষ নিখিল কর্মকার ও তার শিলা রানি, মেয়ে নিঝুম কে মারধর করে।
এছাড়া জমিজমা নিয়ে নিখিল কর্মকার সঙ্গে দুর্জয় (২০), পিতা সঞ্জীব চন্দ্র হালদারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে সম্প্রতি নিখিল কে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানা যায়। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, “ঘটনার শুনার সাথে সাথে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তাদের মুখে মুখে অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্জয় (২০) কে আটক করা হয়েছে।”
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও