উজিরপুরে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
অক্টোবর ৩০ ২০২২, ১৭:২৪
উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব -৮। শনিবার বার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজারের কাংশি ব্রিজের দক্ষিণ মাথায় মৃত্য ছালাম হাওলদারের বাড়ির সামনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় দুই নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে ।
গ্রেফতার কৃত নারীরা হলেন-মুন্সিগঞ্জ জেলার মামুদপট্রি গ্রামের মৃত্য মুজিবর রহমানের মেয়ে ঈশিতা রহমান (৩৩) ও দেউলভোগ গ্রামের নজরুল ইসলামের মেয়ে স্বর্নালী আক্তার (১৯)।
এ ঘটনায় রাতে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২৫ শত ৯০ টাকা ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সম্পৃক্ততার দায় স্বীকার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল আহসান জানান, গ্রেফতারকৃত নারীদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।