ঝালকাঠিতে চোরের কবলে বিচারপ্রার্থী, খোয়ালেন অটো গাড়ি

জুলাই ২৩ ২০২৫, ২২:০৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি ডিসি অফিস চত্বর থেকে মো. আল আমিন (৩৫) নামে এক বিচারপ্রার্থীর ব্যাটারিচালিত অটো গাড়ি চুরির ঘটনা ঘটেছে। অটো গাড়িতে ২৪০ পিস ডিমও ছিল। বুধবার (২৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। সুরক্ষিত এলাকায় এভাবে প্রকাশ্যে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

চুরির ঘটনার ভুক্তভোগী অটো চালক মো. আল আমিন বাদি হয়ে সন্ধ্যায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি ঝালকাঠির কাঠালিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মো. ইউনুচ হাওলাদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আদালতে মামলার হাজিরা দিতে বুধবার সকালে অটো চালক মো. আল আমিন ঝালকাঠিতে আসেন। ২৪০ পিস ডিমসহ অটো গাড়িটি তালাবদ্ধ করে ডিসি অফিসের পেছনের বাউন্ডারির ভেতরে রেখে আদালতে হাজিরা দিতে যান। এ সুযোগ চোরেরা তালা ভেঙে ডিমসহ অটো গাড়িটি চুরি করে নিয়ে যায়। পরে ডিসি অফিসের আশপাশসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজখুঁজি করে অটো গাড়িটির সন্ধান না পেয়ে সন্ধ্যায় ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

ঝালকাঠি সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও