বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রীর মামলা:বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা
জুলাই ০৪ ২০২৫, ১৮:২২
আমার বরিশাল ডেস্ক : কয়েকশ বছর ধরে জনগণের ব্যবহার করা পুকুর ভরাট করে দখল চেষ্টার সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা মানহানীর মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বিএনপির দলীয় পদপদবি স্থগিত থাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেত্রী বিলকিস আক্তার শিরিন।
আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১ সেপ্টেম্বর মামলার আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশও দিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি তুলেছে বরিশালের সাংবাদিক সংগঠনসহ সচেতন নাগরিকরা।
মামলার নথি ও বাদী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ আগস্ট বিএনপি নেতা বিলকিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে যুগান্তরে প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদের পরপরই বিলকিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের পদটি সাময়িকভাবে স্থগিত করে দল। তবে শিরিনের দাবি তিনি কোনো জমিদখল করেননি। সংবাদ প্রকাশের পর উকিল নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি বিলকিস।
এদিকে এই মামলার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হুমায়ুন কবির, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি পুলক চ্যাটার্জি।
বিএমএসএফ’র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাদী শিরিন যে দলিল মূলে পুকুর দখল করেছে সেই জমির বিপরীতে দুটি দলিল রয়েছে, যার একটি তৈরি করা। সংশ্লিষ্ট ভূমি অফিসে থাকা দলিলে শিরিন বা তার ওয়ারিশদের কোন অংশ নেই। এছাড়াও সরকারি আইন লঙ্ঘন করে পুকুরটি ভরাট করা হয়েছে, যা প্রচলিত আইনে দন্ডনীয় অপরাধ। সত্য ঘটনা লিখতে গিয়েও যদি একজন সাংবাদিককে মামলার আসামি হতে হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। তিনি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।##









































