সেনিয়াবাত মঈন আবদুল্লাহর’র জন্মদিন পালন
অক্টোবর ৩০ ২০২২, ১৫:০৯
রবিবার (৩০শে অক্টোবর) রাত ১২টা ১ মিনিটে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত পাঠাগার প্রাঙ্গনে শুভাকাঙ্খীদের ভালভাসায় সিক্ত হয়ে সবার সাথে কেক কেটে জন্ম দিনের শুভেচ্ছা বিনিময় করেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ।
জন্মদিনে এসময় উপস্থিত ছিলেন সেরনিয়াবাত মঈন আবদুল্লাহর ছোট ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুলল্লাহ, সেরনিয়াবাত মাহীম আব্দুল্লাহ্, ছাত্রলীগ নেতা মাহামুদুর রহমান সাগর সেরনিয়াবাতসহ আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।