অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের

জুন ১৮ ২০২৫, ০০:৫৩

আরিফ হোসেন: বরিশাল শহরের বাসিন্দা জাকির। অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত এক মধ্যবয়সী ব্যক্তির চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অসুস্থ ব্যক্তি জাকির তার চিকিৎসা ও হার্টের দুটি রিং বসাতে প্রায় দুই লক্ষ টাকার বেশি প্রয়োজন, কিন্তু তার পরিবার অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় তাঁদের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড পলাশপুর ব্রিজের পাশে এ করিম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে গগন গল্লি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন জাকির।

জাকির পেশায় ছিলেন একজন দিনমজুর। তার আয় দিয়েই চলতো চার সদস্যের পরিবার। কিন্তু হঠাৎ তার জীবনে নেমে আসে এক কাল বৈশাখী ঝড়। জাকির প্রথমে বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে ডাক্তার দেখান। ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে তার রিপোর্টে দেখা যায় জাকিরের হার্টের দুটি রিং ব্লক হয়েছে। যার চিকিৎসা করাতে প্রয়োজন অনেক অর্থ। কিন্তু জাকির দিনমজুর হওয়ার স্বত্বেও তার পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব না হওয়ায় দীর্ঘ দিন ধরে জাকির বিছানায় বসে কাতরাচ্ছেন।

জাকিরের সাথে কথা প্রতিবেদকের। জাকির প্রথমেই প্রতিবেদককে দেখে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ভাই, আমি বাঁচতে চাই। আমাকে আপনারা সহযোগিতা করেন।’ জাকির আরো বলেন, ‘দিনমজুরের কাজ করে খেয়ে ভালোই ছিলাম আমি। হঠাৎ হার্ট অ্যাটাক করায় হার্টের দুটি রিং ব্লক হয়ে যায়। এরপর থেকেই প্রায় এক বছর ধরে ঘরে বুকের ব্যথা ও যন্ত্রণায় দিন পার হচ্ছে।’

তারপর সংসারে অভাব-অনটন লেগেই থাকে। সংসারে স্বচ্ছলতা ফেরানোর মতো কেউই নেই। শুধু তার আয় থেকেই সংসার চলতো। বিগত এক বছর ধরে বিভিন্ন রোগে ভুগছেন জাকির। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা ও ঠিকমতো ওষুধ সেবন করতে পারছেন না।

সরেজমিনে বাসায় গিয়ে দেখা যায়, একটি রুমে শুয়ে আছেন জাকির। শরীর অনেকটা শুকিয়ে গেছে। ঠিকমতো কথা বলতে পারছিলেন না তিনি। কথা বলতে গিয়ে বারবার হাঁপিয়ে উঠছিলেন তিনি।

ডাক্তার বলছেন, ‘হার্টের অপারেশন করাতে হবে এবং হার্টের দুটি রিং দ্রুত বসানো খুবই প্রয়োজন।’ আত্মীয়-স্বজনের সহযোগিতায় কোনো রকমে চলছিল প্রথম ধাপের চিকিৎসা। বর্তমানে অর্থের অভাবে বন্ধ তার পুরো চিকিৎসা।

চিকিৎসা সহায়তার জন্য জাকির সবার প্রতি আবেদন জানিয়েছেন। আর্থিক সহায়তা পাঠাবার বিকাশ নম্বর: ০১৯৭৮৪৬৬৩৪৮ (পারসোনাল)। অথবা উল্লেখিত ঠিকানায় গিয়ে নিজ হাতে সাহায্য করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও