অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ঝালকাঠিতে মোবাইল কোর্ট- ৮ হাজার টাকা জরিমানা আদায়

জুন ১২ ২০২৫, ১৯:০৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সদ্য সমাপ্ত পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিআরটিএ ও ঝালকাঠি জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ ১২ জুন রোজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় ঝালকাঠি সদর উপজেলার গাবখান সেতু সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ।

পরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে সাকুরা, বলেশ্বর, বরিশাল এক্সপ্রেসসহ মোট ৪ টি পরিবহনকে সড়ক পরিবহন আইন-২০১৮ ধারা অনুযায়ী ৮০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স ও বৈধ্য কাগজপত্র ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে চালকদের সচেতনতা মূলক প্রচার প্রচারণা করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা।  এ বিষয় অভিযান পরিচালনা করা ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, চালক যাত্রী ও পথচারীদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।  এরই ধারাবাহিকতায় অতিরিক্ত ভাড়া ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ৪ টি পরিবহনকে জরিমানা করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও