ঝালকাঠিতে ঈদ উপহার বিতরণ
জুন ০২ ২০২৫, ২০:৪৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে সামাজিক সংগঠন হিউম্যান একর্ডস ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস) এর উদ্যোগে অসহায় দুস্থ, পথশিশু, শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) উপলক্ষে সন্ধ্যায় শহরের কৃষ্ণকাঠিস্থ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করীম।
সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মনিরুজ্জামান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী ক্বারী মাওলানা ইব্রাহিম আল হাদি। এসময় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি ইসলামিয়া।সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন।









































