ক্ষুদে ব্যাবসায়ীদের ভাগ্য বদলে দিচ্ছে তরুণ উদ্দোক্তা শোভন

মে ১৬ ২০২৫, ১৮:৪২

ঝালকাঠি প্রতিনিধি :  ঝালকাঠির রাজাপুরে ক্ষুদে ব্যাবসায়ী,খামারি ও বেকার যুবকদের ভাগ্যে বদলে দিচ্ছে শোভন মৃধা নামের ২৬ বছর বয়সের এক যুবক। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লার হাট এলাকায় ২০১৯ সালে তিনি প্রতিষ্ঠা করেছেন বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। যে প্রতিষ্ঠানের সেবা এখন ছড়িয়ে পড়েছে পুরো উপজেলা ব্যাপী। পাশাপাশি তিনি গড়ে তুলেছেন বন্ধন নেটওয়ার্ক ও বন্ধন ভ্যাটেনারী ফার্মেসি।
বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর আওতায় এলাকার প্রায় পাঁচ শতাধিক গ্রাহককে স্বল্প মুনফায় ঋণ দিয়ে তাদের ভাগ্যে বদলাতে সহযোগিতা করেছেন শোভন মৃধা। শোভনের সমিতি থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। এদের মধ্যে কেউ কেউ হয়েছেন খামারি, কেউ দিয়েছেন দোকান, কেউ করছেন ডিলারসিপ ব্যাবসা।খামারিদের মাঝে কম মুল্যে ভ্যাটেনারী ঔষুধ বিতরণ করে শোভনের বন্ধন ভ্যাটেনারী ফার্মেসি। গ্রাহকদের মাঝে প্রতি মাসে মাত্র দেড়’শত টাকায় আনলিমিটেড ইন্টারনেট সুবিদা দিয়ে থাকেন শোভনের বন্ধন নেটওয়ার্ক। এছাড়াও এলাকার বেকার ছেলে মেয়েদের জন্য তার সমবায় সমিতির মাধ্যমে স্বাবলম্বী হতে প্রশিক্ষণ ও পরামার্শ দিয়ে থাকেন তরুণ এই উদ্দ্যেক্তা। শোভনের এমন উদ্দ্যেগ ইতি মধ্যেই এলাকায় বেশ সাড়া ফেলেছে।
স্থানীয় আজিজ খান, নূরুল হক সহ একাধিক ব্যাক্তি জানায়, শোভনের সমিতি থেকে ঋণ নিয়ে আমরা এখন ব্যাবসায় স্বাবলম্বী হয়েছি। শোভনের সমিতি নাম মাত্র মুনফায় আমাদের মাঝে ঋণ দিয়ে থাকে এবং আমাদের বেকার ছেলে মেয়েদেরদের প্রশিক্ষণ দিয়ে থাকে। শোভন আমাদের জন্য আর্শিবাদ।
বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান তরুণ উদ্দ্যোক্তা শোভন মৃধা জানায়, আমরা সততার সাথে সমবায় অধিদপ্তরের সকল নীতিমালা মেনে সমিতি পরিচালনা করছি। কিছু অসাধু লোকের কারণে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। তারা গ্রাহকের জামানত নিয়ে পালিয়ে যাচ্ছে। এদের কারনে দেশের সকল সমবায় সমিতি এবং স্বয়ং সমবায় অধিদপ্তরও আজ হুমকির মুখে। দেশে যত সমবায় সমিতি আছে তাদেরকে কড়া নজরদারির আওতায় আনা এখন সময়ের দাবি। আমি চাই মানুষের সেবা করতে। অসহায় মানুষের পাশে থেকে তাদের দারিদ্রতা দূর করে সাবলম্বী করাই আমার লক্ষ্যে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও