রোডম্যাপ ধরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব – এবি পার্টির ফুয়াদ
এপ্রিল ০৩ ২০২৫, ১৮:১৩
নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, কোন সরকার এতো পরিমান জনসমার্থন জনমত নিয়ে কোনদিন আবির্ভূত হয়নি।
নির্বাচন মানেই সংস্কার। রাজনৈতিক দলের গনতন্ত্র, নির্বাচনী দাবী ও সংস্কারের বিষয়ে তরুণদের যে আকাংখা দুটোই যৌক্তিক। সংস্কার,নির্বাচন, বিচার এই পুরোটা মিলেই ৭১ এর লড়াই, ২৪ এর গনঅভ্যুত্থান। কিন্তু এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার একটি গনঅভ্যুত্থানের সরকার। বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এতো পরিমান জনসমর্থন নিয়ে কোন দিন আবির্ভূত হয়নি। সবার ঐক্য মতের ভিত্তিতে ড. ইউনুস ২ থেকে ৪ বছর সরকারে থাকতে পারে বাংলাদেশ তার গত ৫ দশক ধরে যে মালায়শিয়া ও সিঙ্গাপুর হবার যে আকাংখা সেটা পূরনে অনেক দূর এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, রাজনৈতিক দল গুলো ১৬-১৭ বছর ধরে বার বার বলে আসছে আমরা ভোট চাই, নির্বাচন চাই, গণতন্ত্র চাই। কিন্তু তরুনদের আঙ্খাকা গুলো যদি পড়েন, দেয়ালে দেয়ালে লেখা আছে তাদের শ্লোগান গুলো। তবে ওখানে কিন্তু কোথাও লেখা নেই অবিলম্বে নির্বাচন দেন। ওরা বলছে বুকের ভেতর অনেক ঝড়। বুক পেতেছি গুলি কর। শহীদ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বাংলাদেশ দুই চাই, ফ্যাসিবাদী বন্দবস্তর বিরোধ চাই। বাংলাদেশে যেন নতুন কোন ফেরাউনের জন্ম না হয়। এই যে তরুনদের আঙ্খাকা গুলো দেখেন। এই আঙ্খাকা গুলো কিন্তু সেপারেট। কিন্তু দুইটাই হলো মর্যাদার জায়গায় সমান।
এছাড়াও বলেন, গ্রামগঞ্জে নতুন করে কিছু ছেচরা বের হচ্ছে। যারা সাধারণ মানুষের জমি জমা থেকে শুরু করে বিভিন্ন মালামাল লুটপাট করে যাচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎত। একটি সম্মিলিত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, এ রোডম্যাপ ধরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
সভায় বক্তব্য উপস্থিত ছিলেন বরিশাল জেলা এবি পার্টির আহ্বায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী মো. রাব্বী, যুগ্ন-আহবায়ক এস এস আনিক, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ সহ বরিশালের সাংবাদিকরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা।









































