বরিশালে অতিরিক্ত ভাড়া ঠেকাতে অভিযাহানিফ পরিবহনকে জরিমানা
এপ্রিল ০২ ২০২৫, ১৯:২৭

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টার গুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন।
ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং সড়কে ফিটনেস ছাড়া ছাড়া যেন কোন পরিবহন চলাচল করতে না পারে সে লক্ষ্যে তাদের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার (২এপ্রিল) বিকেলে নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বা কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা সেগুলো যাছাই বাছাইয়ের জন্য আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আমরা বরিশালের বাস কাউন্টার গুলোতে বিআরটিএ ও জেলা প্রশাসন,পুলিশের যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া টাকা যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র-রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট না থাকার কারনে হানিফ পরিবহনের একটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।