বরিশালে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ প্রদান

অক্টোবর ৩০ ২০২২, ১০:১৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান করেছে বরিশাল ফর এভার লিভিং সোসাইটি। শনিবার সকাল ১১টায় নগরীর সরকারি টিটিসি কারিগরি সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়৷

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ গোলাম কবির। সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আল ইমরান, ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আসরাফ, এমডি সফিকুর রহমান ও চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফর এভার লিভিং ফর সোসাইটির পরিচালক এ এস এম ইমামুল হাসান শামীম।

এভার লিভিং সোসাইটির জনকল্যান তহবিল থেকে ইতিমধ্যে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মক্ষম করা হয়েছে। আরও ৬০ জন প্রশিক্ষণ নিচ্ছেন৷

এই সামাজিক সংগঠন থেকে বিনামূল্যে কোচিং সেন্টার খোলা, বেকার যুবকদের জন্য ফ্রি ড্রাইভিং টেনিং ক্লাস চালু করা, বিদেশগামী ছেলে-মেয়েদের মাঝে সচেতনমূলক পরামর্শ ক্লাস চালু করাসহ কন্যা দায়গ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে৷

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও