এখন সাধারণ মানুষ কেউ ভালো নেই-সেলিমা রহমান
ফেব্রুয়ারি ২০ ২০২৫, ২০:৪৯
বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার স্থানীয় নির্বাচন করতে পারবে না। তাই আগে তাদের সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে।
নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবীতে বরিশালে জেলা দক্ষিণ বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররা সরকার থেকে বেরিয়ে এসে নির্বাচন করুন। জনগণের ভালোবাসায় ভোট পেলে নির্বাচিত হবেন। তিনি বলেন, সংস্কার আমরাও চাই, তারেক রহমান ৩১ দফা সংস্কারের ডাক দিয়েছেন। তার আন্দোলন চালকালেই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে।
তারেক রহমানকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে। পরে তিনি মুক্তিযুদ্ধ, ভাষা সৈনিক ও ২৪ এর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার। এসময় আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদারসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।









































