বরিশালে ১৮ মাস সংসার করেও ধর্ষন মামলায় আসামি: মুক্তির দাবিতে মানববন্ধন
অক্টোবর ৩০ ২০২২, ০১:০৭
রিপন রানা, বরিশাল: বরিশালে প্রেমের পরিণয়ে বিয়ের পর দীর্ঘ ১৮ মাস সংসার করে যুবক ও তার পরিবারের নামে পরবর্তীতে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল শনিবার (২৯অক্টোবর) দুপুর ৩ টায় নগরীর রুপাতলী ২৪ নং ওয়ার্ডস্থ লালা দীঘির পাড় নামক এলাকায় এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ।
মানববন্ধনে যুবকের বাবা সেলিম খান জানান, বাকেরগঞ্জ উপজেলার চামটা গ্রামের বাসিন্দা মোঃ আলমগীর হোসেনের মেয়ে মোসাঃ উম্মে ফাতিমা (সোনালী) এর সাথে আমার ছেলে মোঃ আসিফ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় ।
গত বছরের ১৩ এপ্রিল বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (নোটারী পাবলিক আদালত) এর মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পরে ফাতিমা তার বাবার বাড়িতে চলে যায়।
এরপর জোরপুর্বক অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন ও সহায়তা অপরাধ তুলে মেয়ের মা হেলেনা আক্তার (৩৫) ৭জনকে আসামি করে বন্দর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন ।
মামলা আসামীরা হলেন, আসিফ খান, রাকিব খান, সিফাত খান, ফাহাদ খান, পিয়াল খান, সালমা বেগম, পপি আক্তার। আসিফ বর্তমানে জেল হাজতে ও অন্য আসামীরা জামিনে রয়েছে।
এদিকে এলাকাবাসীও এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। তারা মানববন্ধনে এ ঘটনায় সুষ্ঠু তদন্তপুর্বক মিথ্যা মামলা প্রত্যাহার ও হাসিবের নিঃশর্তে মুক্তির দাবীর জানান।