আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

জানুয়ারি ১৭ ২০২৫, ২১:৫৪

নিজস্ব প্রতিবেদক ‍॥ ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে সমাবেশ হয়। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ফারজানা আক্তারের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা দেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সহসম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি বরিশাল কলেজ শাখার সংগঠক শিবানী সিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য তৈয়বুর রহমান জয় প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা ছিল শিক্ষার্থীদের। যাদের চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার। কিন্তু ছাত্রসমাজ অবাক হয়ে দেখল যে অভ্যুত্থানপরবর্তী সময়ে নবম-দশম শ্রেণির পাঠ্যবই থেকে আদিবাসী শব্দটি বাদ দেওয়া হল। এ ঘটনার প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আদিবাসী শিক্ষার্থীরা ঢাকায় কর্মসূচির ডাক দেয়।

এরপর একটি উগ্রবাদী সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে হামলা চালানো হয়। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে মনে করিয়ে দেয়। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহার করে। পুলিশের এই আগ্রাসী হামলা উগ্রবাদীদের পুনর্বাসন করার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

বক্তারা আরো বলেন, শুধুমাত্র স্বৈরাচারী শেখ হাসিনার পতন মানেই গণতান্ত্রিক বাংলাদেশ নয়। আদিবাসী ও ছাত্রদের উপর এই সন্ত্রাসী হামলার বিচার না হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পূরণ হবেনা। অবিলম্বে এই হামলাকারীদের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। অবিলম্বে এই হামলায় জড়িতদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।#

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও