রিমান্ড শেষে কারাগারে শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহ

নভেম্বর ২৮ ২০২৪, ১২:১৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পৃথক দুই মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহর দু-দিন করে চার দিনের রিমান্ড শেষে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক নূরুল আমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ নভেম্বর মঈন আব্দুল্লাহকে বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বিএনপিপন্থী আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, মঈন আব্দুল্লাহর চার দিনের রিমান্ড শেষে আদারতে হাজির করা হয়েছিল। আদালত তাকে জেল হাজতে প্ররসের নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের আগে নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। উক্ত দুটি মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও