মাদক সরবরাহকারী বহিরাগত ৩ যুবককে পুলিশে দিল পবিপ্রবি কর্তৃপক্ষ

অক্টোবর ০১ ২০২৪, ১৩:৪৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদক সরবরাহ করার সময় তিন বহিরাগত যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার রাত ৯টার দিকে তাঁদের আটক করা হয়।

পবিপ্রবি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল হল পরিদর্শন করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শের-ই-বাংলা হল-১-এ তল্লাশি চালানো হয়। এ সময় বহিরাগত তিন মাদক সরবরাহকারীকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নাজমুল, হাসান ও আবু বক্কর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, আটক তিনজনের কেউ ক্যাম্পাসের নন বলে নিশ্চিত হয়ে রাতেই তাঁদের দুমকি থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনাবেচা বন্ধে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও