কুয়াকাটায় রাস মেলা ৭ নভেম্বর

অক্টোবর ২৯ ২০২২, ১৮:৫৭

ডেস্ক প্রতিবেদক॥ পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা ও পূজা শুরু হচ্ছে। ৭ নভেম্বর (সোমবার) দিনভর এ মেলা অনুষ্ঠিতে হবে।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাকালীন সময়ে মেলায় সীমাবদ্ধতা থাকলেও এবার বেশ ভালোভাবে উদযাপন করা হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মেলায় সাম্প্রদায়িক সম্প্রতির আলোচনা, বাউল সংগীত, ধর্মীয় সংগীত, পালাকীর্তনসহ নানা আয়োজন রয়েছে। পরদিন ৮ নভেম্বর সকাল ৫টায় পুণ্যস্নানের মধ্যে দিয়ে আয়োজনের সমাপ্তি হবে।

কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, মেলায় প্রতি বছর অসংখ্য মানুষের সমাগম ঘটে। হোটেল-মোটেলসহ ব্যবসায়ীরা নানা প্রস্তুতি নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও