ইএফডি মেশিন স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে- রহমাতুল মুনিম
অক্টোবর ২৯ ২০২২, ১৭:৪১
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো: রহমাতুল মুনিম বলেছেন, ভোক্তার নিকট হতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মুসক আদায় স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সারা দেশে ইএফডি মেশিন স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। ইএফডি মেশিন স্থাপনের কার্যক্রম সম্পন্ন হলে মুসক আদায় আরও বাড়বে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান শনিবার নগরীর সার্কিট হাউজে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিষয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, কোভিডকালীন ২০১৯-২০ সালে দেশের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৩.৪৫ শতাংশ।
যা বাংলাদেশের জিডিপি উন্নয়ন ধারাবাহিকতা এবং অর্থনৈতিক প্রতিরোধ সক্ষমতা নির্দেশ করে। পরবর্তী বছরে ২০২০-২১ সালে বাংলাদেশ তার অর্থনৈতিক অবস্থানে ফিরে এসে ৬.৯৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। ২০২২-২৩ সালে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি হার প্রাক্কলন করা হয়েছে ৭.৫ শতাংশ। তিনি আরোও বলেন, বর্তমানে মুসক রিটার্ন দাখিল অটোমেশন হচ্ছে।
ইতোমধ্যে ৭০% মুসক রিটার্ন অনলাইনে দাখিল হয়, শতভাগ দাখিলের পরিকল্পনা রয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী সহ বরিশাল জেলার বিভিন্ন দপ্তরের পদ্তর প্রধান, বিভাগীয় পযায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।