আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল
আগস্ট ১৭ ২০২৪, ১৪:২১
নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে শহীদ জাতীয় বীরদের স্মরণে বরিশালে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি স্বৈরাচার হাসিনা সহ সকল আওয়ামী সন্ত্রাসীদের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বাধীনতা ফোরাম বরিশাল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। স্বাধীনতা ফোরাম বরিশালের আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উত্তর বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহীদুল্লাহ সহ নেতৃবৃন্দ।
পরে অশ্বিনীকুমার টাউন হল এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।









































