বরিশালে শরীরে রক্ত নিতে এসে লাশ হয়ে ফিরলো গৃহবধু

অক্টোবর ২৯ ২০২২, ১৭:১১

নিজস্ব প্রতিবেদক ॥ শরীরে রক্ত নিতে গিয়ে ক্লিনিক থেকে লাশ হয়ে ফিরেছেন জাহানারা বেগম (৩৫) নামের এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌর এলাকার নাহার সিনেমা হল সংলগ্ন বেসরকারী মৌরি ক্লিনিকে। মৃত গৃহবধু জাহানারা একই উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

 

শনিবার দুপুরে নিহতের স্বামী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, আমার স্ত্রী জহানারা বেগমের শরীরে রক্ত শূন্যতা দেখা দিলে অন্যত্র ডাক্তার দেখানো হয়। ডাক্তার আমার স্ত্রীর শরীরে এক ব্যাগ রক্ত পুশ করার পরামর্শ দেন। সে অনুযায়ী শুক্রবার বিকেলে রক্তের ডোনার নিয়ে সুস্থ্য অবস্থায় জাহানারাকে গৌরনদীর মৌরি ক্লিনিকে রক্ত দিতে দেয়া হয়।

 

সেখানে রক্ত দেয়ার সময় জাহানারা অসুস্থ্য হয়ে পরলে তাকে ওই ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। আলতাফ হোসেন আরও অভিযোগ করেন, ক্লিনিক মালিকের নিয়োগ করা চিকিৎসক ও কর্মচারীদের অবহেলায় জাহানারা গুরুত্বর অসুস্থ্য হয়ে পরে। অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ তরিঘড়ি করে রোগীকে বরিশাল নেয়ার পরামর্শ দেয়।

 

পরবর্তীতে শেবাচিম হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে আটটার দিকে জাহানারা মৃত্যুর কোলে ঢলে পরেন। তিনি (আলতাফ) ক্লিনিক কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও অপচিকিৎসার অভিযোগ করেন। তবে দায়িত্বে অবহেলা ও অপচিকিৎসার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মৌরি ক্লিনিকের পরিচালক মোঃ লিটন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও