আমতলীতে অপরিপক্ব তরমুজ, দাম চড়া

মার্চ ২০ ২০২৪, ২০:৪০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলীতে তরমুজ আসতে শুরু করেছে। খোঁজ নিয়ে জানা যায়, বাজারে আসা তরমুজগুলো অনেকটাই অপরিপক্ব। কিন্তু সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় চড়া দামেই বিক্রি হচ্ছে রসালো ফল তরমুজ।

কৃষক জামাল হোসেন বলেন, এই বছর ফলন ভালো হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে লাভবান হব। কিছু তরমুজ আমতলী নিয়ে এসেছি। এখানে প্রচুর চাহিদা। তবে সব কৃষক তরমুজ আনা শুরু করলে দাম কিছুটা কমবে বলে জানান তিনি। তরমুজ ক্রেতা সাইদুর রহমান বলেন, তরমুজসহ সব ধরনের ফলের দাম বেড়েছে।

একেকটি তরমুজ ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর একটু বড় আকারের হলে ৪০০ থেকে ৬০০ টাকাও দাম হাঁকাচ্ছে দোকানদার। তার মতে, বাজারে আসা তরমুজগুলো অপরিপক্ব এবং আকারে ছোট কিন্তু দাম বেশি। অধিক মুনাফার আশায় চাষিরা খেত থেকে অপরিপক্ব তরমুজ বাজারে নিয়ে আসছে। এ সময় প্রতিদিন বাজার মনিটরিং করা উচিত বলে মনে করেন তিনি।

তরমুজ ব্যবসায়ী জাবের মিয়া বলেন, গত বছর তরমুজের চাষ করা কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর আড়তে প্রতিদিন কিছু কিছু তরমুজ আসছে। সরবরাহ কম থাকলেও চাহিদা বেশি। এ জন্য দামও বেশি। কিছুদিন পর একযোগে তরমুজ আসতে শুরু হলে দাম কমে যাবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও