ভোলায় নিষেধাজ্ঞার শেষ দিনেও ১২০০ কেজি ইলিশ জব্দ, ৩১ জেলে আটক

অক্টোবর ২৯ ২০২২, ১১:৪২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় নিষেধাজ্ঞার শেষ দিনে ৩১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে এক হাজার ২০০ কেজি ইলিশ মাছ ও ২৭ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি ও চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লে. খন্দকার মাহাবুবুল হাসান বলেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তুলাতুলির মেঘনা নদী থেকে এক হাজার কেজি ইলিশ ও ১৪ লাখ
মিটার জাল এবং ঢালচর থেকে ১৩ লাখ ২০ হাজার মিটার জাল ও দুইশ কেজি ইলিশসহ ৩১ জেলেকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

এক্সক্লুসিভ আরও