সংবর্ধনা অনুষ্ঠানে ফুল গ্রহণ করেননি বিএনপির নবগঠিত কমিটি
নভেম্বর ১৭ ২০২২, ১৬:৩৪
নিজস্ব প্রতিবেদক: ফুল বিহীন সংবর্ধনা গ্রহণ করেছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চে সংবর্ধনার আয়োজন করেন দক্ষিণ জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন।
সংবর্ধনা সভায় নেতৃবৃন্দরা কেউ ফুল গ্রহণ করেননি। এর কারণ হিসেবে নবগঠিত কমিটির আহবায়ক সাবেক সাংসদ আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন তাদের বক্তব্যে বলেন, এখন কোন আনন্দ করার সময় নয়; আমাদের সকলকে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।
পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমাদের নয়; একমাত্র তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এর আগে আমাদের কোন ফুলের প্রয়োজন নেই।
সংবর্ধনা সভায় স্থানীয় বিএনপি ও তার সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর পূর্বে বরিশাল বিমান বন্দর থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় তিন শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে আবুল হোসেন খান ও আবুল কালাম শাহিনকে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।
উল্লেখ্য, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটে কমিটি গঠনে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ প্রমানিত হওয়ায় ১ বছর ১৩ দিন দায়িত্ব পালনকারী আহবায়ক মজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হোসেন তালুকদার মেবুলকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে ৪৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।









































