‘বিএনপি অরাজকতা করলে দাঁতভাঙা জবাব’

নভেম্বর ১৬ ২০২২, ১০:৫৭

অনলাইন ডেস্ক :: আগামী ১০ ডিসেম্বর বিএনপি যদি সমাবেশের নামে অরাজকতা সৃষ্টি করে, তা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, খুনি রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি অবৈধ পন্থায় ক্ষমতায় যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। শিশু এতিমের টাকা লুটের দায়ে অপরাধী হিসেবে মামলায় শাস্তি পাওয়া বেগম খালেদা জিয়া এবং লুটেরা, সন্ত্রাসী, বোমাবাজ, সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে যার গভীর বন্ধুত্ব, সেই সন্ত্রাসী তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব কীভাবে দিতে চায়? তারা এ দেশের মানুষের বন্ধু হতে পারে না।

মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহিরুল হক নিশাত শিকদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন প্রমুখ।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও