বাবা-মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বউ আনলেন ব্যাংকার

অক্টোবর ২৮ ২০২২, ১৯:২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের সন্তান দাদন তালুকদার। ব্যাংক কর্মকর্তা দাদনের বাবা-মায়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি বিয়ে করার জন্য হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে হাজির হন।

বিয়ে শেষে হেলিকপ্টারে করে বউকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, উত্তর দুধখালী গ্রামের ইদ্রিস আলী তালুকদারের আট সন্তানের মধ্যে পঞ্চম ছেলে দাদন তালুকদার। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোড শাখায় অফিসার পদে কর্মরর্ত আছেন।

কনে রুমানা শবনম মিরপুর সরকারি বাংলা কলেজে রসায়ন বিভাগের প্রভাষক। তার বাবার বাড়ি মিরপুর-১০ নম্বরে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দাদন নববধূ নিয়ে বাড়ি ফেরেন দুপুর ১টার দিকে। এ সময় হাজারো উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়। বর দাদন তালুকদার ও কনে রুমানা শবনম

কনে রুমানা শবনম বলেন, ‘আমার স্বামী আজ তার বাবা-মায়ের স্বপ্নপূরণ করেছেন। এতে আমি অনেক আনন্দিত। এলাকার লোক আমাদের যে আনন্দ দিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ’

এ ব্যাপারে বর দাদন তালুকদার বলেন, ‘আমরা আট ভাই-বোন। আমি ভাই-বোনের মধ্যে পঞ্চম। আমার বাবা-মা আমাকে অনেক আদর করে বড় করেছেন। তারা চাইতেন আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করি।

বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি। এক ঘণ্টার জন্য ১ লাখ টাকায় হেলিকপ্টারটি ভাড়া করে এনেছিলাম।’

বরের বাবা ইদ্রিস তালুকদার বলেন, ‘আমার ছোট ছেলেকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। তাকে হেলিকপ্টারে করে বিয়ে করে বউ নিয়ে আসবে। আজ আমি অনেক আনন্দিত। মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও