এসএম ইকবালের শোকসভা অনুষ্ঠিত

নভেম্বর ১১ ২০২৩, ১৭:২৭

নিজস্ব প্রতিবেদক ‍॥ খেয়ালী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা, সাংবাদিক, লেখক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএম ইকবালের এর প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে খেয়ালী গ্রুপ থিয়েটার আয়োজনে খেয়ালী সভাপতি প্রফেসর স.ম ইমানুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চলনা করেন খেয়ালী সাধারণ সম্পাদক অপূর্ব কুমার রায়।

অনুষ্ঠানে এস এম ইকবালের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মাদ ইউনুস, মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, প্রবীন সাংবাদিক নুরুল আলম ফরিদ, অধ্যাপক মোতালেব হোসেন হাওলাদার, অধ্যাপক বিমল চক্রবর্তী, সংস্কৃতিজন কাজল ঘোষ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, অধ্যাপক টুনুরানি কর্মকার, সংস্কৃতিজন বিনয়ভূষন মন্ডল, আবৃত্তিকার আজমল হোসেন লাবু, কবি নজমুল হোসেন আকাশ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল ইসলাম নিলু, এনজিও সংগঠন কাজী জাহাঙ্গীর কবির, সংস্কৃতিজন অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সি, নারী নেত্রী পুষ্প রানি চক্রবর্তী, সংস্কৃতিজন মুকুল দাস, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল, সংস্কৃতিজন জীবন কৃষ্ণ দে, সংস্কৃতিজন অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শুভঙ্কর চক্রবর্তী, সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, সংস্কতিজন মিন্টু কুমার কর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, মোঃ আলতাফ হোসেন, অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী, উত্তম বড়াল, মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সম্পাদক এস এম জাকির হোসেন, সহকারি অধ্যাপক এমএম তারিকুজ্জামান, সাংবাদিক সুশান্ত ঘোষ, সাঈদ পান্থ, অপূর্ব অপুসহ বরিশালে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

শোকসভায় খেয়ালী গ্রুপ থিয়েটারের শিল্পীবৃন্দ পরিবেশন করে শোঁকগাথা। শোকসভায় বক্তরা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম ইকলের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও