বিভাগীয় গণসমাবেশ সফল করতে বরগুনায় প্রস্তুতি সভা
অক্টোবর ২৮ ২০২২, ১৯:০৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বরগুনা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৪টার সময় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, মাহবুবুল আলম নান্নু, সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু প্রমুখ। এছাড়াও প্রস্তুতি সভায় জেলার ছয় উপজেলা ও চার পৌরসভা ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।