‘মানুষ’র জন্য ঢাকায় আসবেন জিৎ

অক্টোবর ২৯ ২০২৩, ১৮:২৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনীত আসন্ন সিনেমা ‘মানুষ’। এটি নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার। আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। এ বিষয়ে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ‘মানুষ’ সিনেমাটি ভারতের সঙ্গে এক দিনই মুক্তি পেলে আমার চেয়ে বেশি খুশি কেউ হয়তো হবে না। যতদূর জানি, জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাই সিনেমাটি বাংলাদেশেও এক দিনে মুক্তির চেষ্টা করছেন।

সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘মানুষ’ ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তির দেব আমরা। আজ মন্ত্রণালয়ে আবেদন করব। অনুমতি পেলেই ভারতের সঙ্গে ২৪ নভেম্বর বাংলাদেশেও মুক্তি পাবে মানুষ। মানুষের জীবনের উত্থান-পতন, দুঃখ, আনন্দ সবকিছুর মিশেলে সিনেমাটির গল্প। সিনেমাটিতে জিতের সঙ্গে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন জিতু কমল ও সুস্মিতা চট্টোপাধ্যায়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও