শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ নিরাপদে রয়েছে: এমপি শাওন

অক্টোবর ২৮ ২০২২, ১৮:২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের পূর্ব প্রস্তুতি থাকায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে দেশ।

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্ব দরবারে রোল মডেল। সার্বিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ নিরাপদে রয়েছে।

শুক্রবার দুপুরে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শাওন আরো বলেন, দেশের চলমান উন্নয়ন-অগ্রগতি থামাতে বিএনপি-জামায়াতসহ দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ জন্য সকলকে সর্তক থাকতে হবে।

বিএনপি-জামায়াত দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও