আওয়ামী লীগের সম্মেলন ২৪ ডিসেম্বর
অক্টোবর ২৮ ২০২২, ১৮:২৩

আমারি বরিশাল ডেস্ক ॥ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বিকেল সাড়ে ৪টায় তার গণভবনে এ বৈঠক শুরু হয়। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।