বরিশালে দ্বিগুণ দামে বিক্রি সবজি

অক্টোবর ০৭ ২০২৩, ১৮:৩৬

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পাইকারি বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে তার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এতে বাজার করতে এসে চরম বিপত্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। শনিবার (৭ অক্টোবর) বরিশাল নগরীর একমাত্র পাইকারি কাঁচামালের বাজার বহুমুখী সিটি মার্কেট ও খুচরা বাজারে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি ও খুচরা বাজারের মূল্যে দ্বিগুণ পার্থক্যের বিষয়ে জানতে চাইলে নগরীর বাংলাবাজার এলাকার সবজি বিক্রেতা তৌহিদুল ইসলাম বলেন, পাইকারি মোকাম থেকে সবজি কেনার পর পরিবহন ব্যয় ও শ্রমিক মজুরি দিয়ে আনতে হয়। তারপর বাজারে সবজি নিয়ে বসলে সেজন্য ভাড়া দিতে হয়। লাইটের জন্য আলাদা টাকা দিতে হয়। অনেক সময় সবজি নষ্ট হয়ে গেলে আমাদের লোকসান গুণতে হয়। তাই খুচরা বাজারের সঙ্গে পাইকারি দরের তুলনা করে লাভ নেই।

বহুমুখী সিটি মার্কেট পাইকারি বাজারে ঘুরে দেখা যায়, ফুলকপি ৩৫-৪০ টাকা কেজি, শালগম ৪৫-৫০ টাকা, টমেটো (ইন্ডিয়ান) ৭০-৮০ টাকা, বেগুন ৪০ টাকা, বাঁধাকপি ৩০-৩৫ টাকা, মিষ্টি কুমড়া (দেশি) ২৫-৩০ টাকা, গাজর ১০০ টাকা, শিম ১০০ টাকা, শসা ৪৫ টাকা, কাঁচামরিচ ১৮০-২০০ টাকা, করোল্লা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙ্গা ২৫ টাকা, পেঁপে ১৫ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, ঢেঁড়শ ২০ টাকা, লেবু প্রতি হালি ১০-১৫ টাকা ও কাঁচকলা ১০ টাকা হালি বিক্রি হচ্ছে।

কিন্তু একই সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এর মধ্যে ফুলকপি ৮০ টাকা কেজি, শালগম ৮০ টাকা কেজি, টমেটো (ইন্ডিয়ান) ১২০ টাকা, বেগুন ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, মিষ্টি কুমড়া (দেশি) ৪০ টাকা, গাজর ১২০ টাকা কেজি, শিম ১৬০ টাকা, শসা ৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, করোল্লা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা কেজি, পেঁপে ৩০ টাকা কেজি, লাউ প্রতি পিস ৫০ টাকা, ঢেঁড়শ ৬০ থেকে ৮০ টাকা, লেবু প্রতি হালি ২০ টাকা ও কাঁচকলা ৩০ টাকা করে হালি বিক্রি হচ্ছে।

নগরীর পোর্টরোড বাজারে বাজার করতে আসা সিরাজ হাওলাদার বলেন, যে হারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের মতো খেটে খাওয়া মানুষের না খেয়ে থাকার অবস্থা হয়েছে। প্রতি সপ্তাহেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। কোনো সবজি ৮০ টাকার নিচে নেই।

আরেক ক্রেতা সাহাবুদ্দিন বলেন, কোনো কিছুই আমাদের নাগালের মধ্যে নেই। মাছ-মাংসের যে হারে মূল্য বৃদ্ধি পেয়েছে তা এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সবজি একটু ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, তাও এখন দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে সব কিছু কিনে বাড়ি ফিরতে পারি না।

নগরীর বহুমুখী সিটি মার্কেট পাইকারি বাজারের ব্যবসায়ী মেসার্স দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর আমিন শুভ বলেন, পাইকারি বাজারে গত এক সপ্তাহ ধরেই সব ধরনের সবজি একই দামে বিক্রি হচ্ছে। শুধু দু’একটা সবজির দাম ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সব সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে দ্বিগুণ মূল্যে বিক্রির বিষয়ে জানতে চাইলে এ বিক্রেতা বলেন, ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে পণ্য কিনে নিয়ে গাড়ি ভাড়া দিয়ে খুচরা বাজারে বিক্রি করে। সেক্ষেত্রে কিছুটা লাভ রাখতে পারে। কিন্তু প্রায় সময় দেখি পাইকারি বাজার থেকে পণ্য কিনে নিয়ে দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি করছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও