বরিশালে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি
অক্টোবর ০৫ ২০২৩, ১৬:০৩
নিজস্ব প্রতিবেদক ॥ নির্দলীয় সরকার ও নির্বাচন কমিশন বাতিলসহ নানা দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোড অশি^নী কুমার টাউন হল সম্মুখে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের মানুষ আজ শেখ হাসিনাকে বিশ্বাস করে না। দেশবাসি দেখেছে ২০১৮ সালে দিনের ভোট আগের দিন রাতে হয়ে গেছে।
আগামী নির্বাচন সুষ্ঠু হবে তা বিশ্বাস করা যায় না। তাই এই অনির্বাচিত সরকারের অবৈধ সংসদ পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে একটি নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করার দাবী জানান বক্তারা। অবস্থান কর্মসূচিতে এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিপ্লবী বাংলাদেশ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক জলিলুর রহমান, বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, অধ্যাপক আজিজুুর রহমান খোকন, শহিদুল ইসলামসহ বাম গণতান্ত্রিক জোটের বিভিন্ন নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে না বলে শ্লোগান দিয়ে নগরীতে একটি মিছিল বের করে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ করে।









































