বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

নভেম্বর ১২ ২০২২, ১১:০১

অনলাইন ডেস্ক :: বগুড়ায় বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েদ আল হাবিব বিপুল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। তিনি বলেন, বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিপুল নিহত হয়েছেন। তার বুকের নিচে এবং পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও