নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টার বরিশাল বিভাগের ছয় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার ৪৮৭ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৩০৬ জন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৬ জন।
এদিকে, দুপুর পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন ডেঙ্গু রোগী। তবে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য কর্নার না থাকায় বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে ৫৮৩ রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০৮ জন।
তিনি আরও বলেন, ‘হাসপাতালে তেমন কোনও কক্ষ না থাকায় পুরুষ ও নারী মেডিসিন বিভাগের আশপাশে রেখে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।’
বরিশালের উপজেলা হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮ জন। বর্তমানে উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। ওসব হাসপাতালে ১০২ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯০ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান বলেন, ‘দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে বরগুনা জেলা হাসপাতালে ১৩ জন। ওই হাসপাতালে ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ২৩০ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯৫ জন।’
গত ২৪ ঘণ্টায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। বর্তমানে ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৬৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৮ জন।
পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচ জন রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন সাত জন। এখন পর্যন্ত ৩৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। উপজেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্ত হয়েছে পাঁচ জনের। চিকিৎসাধীন রয়েছেন সাত জন। মোট চিকিৎসা নেওয়া ৩৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন।
ঝালকাঠি জেলা হাসপাতালে ২৪ ঘণ্টায় চার জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে আট জন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা নেওয়া ৪৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ জন।
২৪ ঘণ্টায় ভোলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিন জন। ওই হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ১০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ‘বিভাগে গড়ে প্রতিদিন ৫০ জন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। তাদের চিকিৎসার জন্য জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এজন্য চিকিৎসক থেকে শুরু করে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’