বোরহানউদ্দিনে  সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ

অক্টোবর ২৮ ২০২২, ১৭:৩৬

মোঃনুর  নবী, বোরহানউদ্দিন ‍॥ ভোলার বোরহানউদ্দিনে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় ।
মানুষ মানুষের জন্য,  অসহায়দের কথা বলে  , এই স্লোগানকে সামনে রেখে  বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ৭ নং ওয়ার্ডের কৃতি সন্তান কুয়েত প্রবাসী   মোঃ শাজাহানের   নিজস্ব  অনুদানে , তরুণ উদীয়মান মানবিক সাংবাদিক মোঃ  নুরনবীর তত্ত্বাবধানে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়  ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বোরহানউদ্দিন উপজেলায় টবগী ইউনিয়নের  হাকিমদ্দিন বাজার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ২০ টি  পরিবারের মাঝে ৫ কেজি চাল,১ কেজি সয়াবিন তৈল,ও ১ কেজি মসুরি ডাল বিতরণ করা হয়।
এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন  কুয়েত প্রবাসী শাজাহানের পক্ষে তার   ছেলে মোঃ সৌরভ। এ বিষয়  কুয়েত প্রবাসী শাজাহানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি  বলেন, আমার৷ জন্মস্থান ভোলা জেলার  বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ৭ নং ওয়ার্ডের আঃ বারেক বেপারী বাড়ি আমি , বিগত ১০ বছর যাবত কুয়েতে  প্রবাস জীবন কাটাই , সমাজের অসহায় দারিদ্র্য মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে  আমার ভালো লাগে।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ভোলার বানী পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি, মোঃ ইকবাল হোসেন, সত্য সংবাদের বোরহানউদ্দিন প্রতিনিধি রিয়াজ ফরাজি, আলোর কণ্ঠের বোরহানউদ্দিন প্রতিনিধি হাসান ফরাজি।
উল্লেখ্য,  বিগত সময় থেকে  কুয়েত প্রবাসী৷ মোঃ  শাজাহান  এলাকায় সমাজের অসহায় ছিন্ন মুল মানুষের পাশে দাঁড়িয়ে ঘর৷ নির্মাণে  সহযোগিতা  করা , মসজিদে  আর্থিক অনুদান, শীতে কম্বল বিতরণ, ঈদে সাধারণ মানুষের ভিতরে  শাড়ি লুঙ্গি বিতরণ ,মেধাবীদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান দিয়ে আসছেন । ।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও