নলছিটিতে ইটভাটায় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

নভেম্বর ১১ ২০২২, ১৫:৪২

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে ইটের ভাটায় মাটিচাপা পড়ে সুকুমার মন্ডল (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সারদল এলাকার এমএমআর ইট ভাটায় এ ঘটনা ঘটে।

নিহত সুকুমার মন্ডল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর এলাকার বলাই মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইটের ভাটায় কাজ করার সময় উঁচু মাটির ঢিবি থেকে বড় একখণ্ড মাটি সুকুমার মন্ডলের উপর পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুকুমার মন্ডলকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও