ঝালকাঠিতে বাঁকা হাতে ছবি আঁকা

নভেম্বর ১০ ২০২২, ২২:১৪

ঝালকাঠি প্রতিনিধি: কারো ডান হাত বাঁকানো, কারো বাম হাত বাঁকানো আবার কারো উভয় হাতই বাঁকানো। তবুও তাদের অদম্য চেষ্টা। প্রতিযোগিতায় জিততে হবে তাদের। এভাবেই ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেয় বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঝালকাঠির সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা। দিনের একটি অংশে তাদের সাথে চিত্রাঙ্কনের পাশাপাশি আনন্দ  হৈ-হুল্লোড় ও একসঙ্গে খাওয়া-দাওয়া ও তাদের গল্প শুনেন বন্ধুরা। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ, বন্ধুসভার বন্ধুগণ এবং উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা বলেন, বন্ধুসভা’র চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এই বিদ্যালয়ে করায় বেশ আনন্দিত। বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, তারা যখন মানবিক এই বন্ধুদের সাথে মিলিত হয় তারা বেশ ভালোলাগা অনুভব করেন। এতে করে তাদের আরো বিকাশও সাধিত হয়।

উপদেষ্টা সবির হোসেন বলেন, ওদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে নিজের নানান কাজের ব্যস্ততা থাকার পরে বন্ধুসভার এমন আয়োজনের ডাক শুনে ছুটে আসি। কারণ এই সুযোগ হাত ছাড়া করতে চাইনা।

উপদেষ্টা হাসান মাহমুদ বলেন, এই বিশেষ চাহিদাসম্পন্ন বন্ধুদের সাথে যুক্ত হয়ে আয়োজকদের সাধুবাদ জানাই। এই শিশুরাও আমাদের ভবিষ্যৎ। তাদের আমরা গড়ে তুলতে পারলে এরা দেশের হয়ে একসময় ভালো কিছু অর্জন করতে পারবে।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ বলেন, ওরা বিচক্ষণতার সাথে যেই অঙ্কন নিজের বুদ্ধি দিয়ে এঁকে দেখালো তাই প্রমাণ করে যে তারা সুযোগ পেলে ভালো কিছু দেশের জন্য উপহার দিবে।

এসময় বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন। চিত্রাঙ্কনের বিশেষ আয়োজনে আরো সহযোগিতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসা. শিরিনা আক্তার, সহকারী শিক্ষক নিপেন মন্ডল, ইসরাত জাহান, মো. আনোয়ার হোসেন, দিলরুবা সুলতানা, শিক্ষা সহকারী সুপ্রিয়া দাস, কাওছার পারভিন রিনা, রওশন আরা।

চিত্রাঙ্কনের বাছাই শেষে বিজয়ী হাসিব মৃধা, নুসরাত জাহান হাসি, ইয়াছিন তারেক খলিফা, রমজান, ফাহিম রহমান, মিম আক্তার অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও