নলছিটিতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নভেম্বর ১০ ২০২২, ১৮:০৭

ঝালকাঠি প্রতিনিধি ‍॥ ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার ভাবনা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার গোদ-া গ্রামে ডাইসু গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়। নিহত ভাবনা গোদ-া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে গোদ-া গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল ভাবনা। পথে পেছন থেকে একটি ডাইসু গড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

নলছিটি থানার উপপরিদর্শক মো. মফিজুর রহমান বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। ডাইসু গাড়িটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও