অতিরিক্ত ফি কমানোর দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নভেম্বর ১০ ২০২২, ১৪:৪৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ফরম পূরনের অতিরিক্ত ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

সকালে এই দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে তারা। পরে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানায়, গত বছর স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ফরম পূরনের অতিরিক্ত ফি ধার্য করা হয়। পরে শিক্ষার্থীরা আন্দোলন করলে তা কর্তৃপক্ষ ৬০০টাকা করে ফি কমিয়ে দেয়। এবারও ফরম পূরণে ৬০০টাকা অতিরিক্ত ফি ধার্য করা করে।

এর প্রতিবাদে আজ সকাল ১১টায় ক্যাম্পাসের কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানানো হয়।

দুপুর দেড়টা শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলছিলো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে কলেজ কর্তৃপক্ষ বলেছে শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। অতিরিক্ত ফি মওকুফ নয়, করোনাকালে স্থগিত করা হয়েছিল। সেটাই এখন ধার্য করা হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও