বাউফলে ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগের অভিযোগ
নভেম্বর ০৮ ২০২২, ১৮:১৫
পটুয়াখালী প্রতিনিধি ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে একটি ধান ক্ষেতে আগাছানাশক প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের জালাল মৃধা গং ও সোবাহান মৃধা গংয়ের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে।
ওই বিরোধের জের ধরে সোমবার ভোরে সোবাহান মৃধা ও তার লোকজন জালাল মৃধার প্রায় ৪ একর জমির আমন ক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে।
এরপরই আমনের গোছাগুলো মরে যাচ্ছে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন সোবাহান মৃধা। এ ব্যাপারে জালাল মৃধা মঙ্গলবার ৪ জনকে আসামী করে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। বাউফল থানার ওসি আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।