বাউফলে ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগের অভিযোগ

নভেম্বর ০৮ ২০২২, ১৮:১৫

পটুয়াখালী প্রতিনিধি ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে একটি ধান ক্ষেতে আগাছানাশক প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের জালাল মৃধা গং ও সোবাহান মৃধা গংয়ের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে।

ওই বিরোধের জের ধরে সোমবার ভোরে সোবাহান মৃধা ও তার লোকজন জালাল মৃধার প্রায় ৪ একর জমির আমন ক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে।

এরপরই আমনের গোছাগুলো মরে যাচ্ছে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন সোবাহান মৃধা। এ ব্যাপারে জালাল মৃধা মঙ্গলবার ৪ জনকে আসামী করে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। বাউফল থানার ওসি আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও