জাতীয় লিগে বরিশালের দারুণ জয়
অক্টোবর ২৭ ২০২২, ২২:১৪
ডেস্ক প্রতিবেদক ॥ প্রথম ইনিংসে বড় লিড পাওয়া ঢাকা মেট্রোকে দ্বিতীয়ভাগে বেশিদূর যেতে দিল না বরিশাল বিভাগ। দেড়শর আগে প্রতিপক্ষকে গুটিয়ে লক্ষ্য নাগালে রাখতে বড় ভূমিকা রাখলেন তানভির ইসলাম। পরে রান তাড়ায় রাফসান আল মাহমুদের দারুণ ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ল বরিশাল।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের শেষ দিনে ৪ উইকেটে জিতেছে বরিশাল। আগের ম্যাচে তারা হারিয়েছিল খুলনা বিভাগকে।
প্রথম ইনিংসে ২৫৫ রান করা মেট্রো এবার করতে পারে স্রেফ ১২৪ রান। ৯০ রানের লিডসহ প্রতিপক্ষকে তারা লক্ষ্য দেয় ২১৫ রানের। প্রথম ইনিংসে ১৬৫ রান করা বরিশাল দারুণ ব্যাটিং উপহার দিয়ে তুলে নেয় জয়।
মেট্রোকে অল্পতে আটকে রাখার পথে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন তানভির। বাঁহাতি এই স্পিনারের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি চতুর্থ পাঁচ উইকেট।
ম্যাচ সেরার পুরস্কার অবশ্য জেতেন রাফসান। রান তাড়ায় ওপেনিংয়ে নেমে ১ ছক্কা ও ৮ চারে ৭১ রানের ইনিংসে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। প্রথম ইনিংসে স্রেফ ৭ রান করেছিলেন তিনি।
৬ উইকেটে ১০৬ রান নিয়ে বৃহস্পতিবার দিন শুরু করা মেট্রোকে ৭ ওভারের মধ্যে গুটিয়ে দেয় বরিশাল। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া তানভির এদিন আইচ মোল্লা ও রকিবুল হাসানের উইকেট নিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।
রান তাড়ায় দলকে ভালো শুরু এনে দেন মোহাম্মদ আশরাফুল ও রাফসান। তাদের ওপেনিং জুটিতে আসে ৮৪ রান। ৪ চারে ৩৪ রান করে কট বিহাইন্ড হন আশরাফুল।
এরপর আবু সায়েম চৌধুরিকে নিয়ে আরেকটি পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন রাফসান। ৯৮ বলে ফিফটি করা রাফসানকে বিদায় করেন রকিবুল হাসান।
সায়েমের ব্যাট থেকে আসে ২ চারে ২৭। প্রথম ইনিংসে ৭৬ রান করা সালমান হোসেন এবার এক প্রান্ত আগলে রেখে জয় নিয়ে ফেরেন। শেষ দিকে ৪ চারে ২৩ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন সোহাগ গাজীও।
দল হারলেও বল হাতে নিজের কাজ ঠিকঠাকই করেন রকিবুল হাসান। বরিশালের পড়া ৬ উইকেটের পাঁচটিই বাঁহাতি এই স্পিনারের শিকার, ৭৪ রান দিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তরুণ।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৫৫
বরিশাল বিভাগ ১ম ইনিংস: ১৬৫
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৪০.৩ ওভারে ১২৪ (আগের দিন ১০৬/৬) (আইচ ১১, আবু হায়দার ২০, রকিবুল ৩, স্বাধীন ০, গালিব ০*; কামরুল ১৭.৩-৪-৫৩-৪, রুয়েল ৭-২-২৯-১, তানভির ১৫-৪-৩৫-৫, সোহাগ ১-০-৩-০)
বরিশাল বিভাগ ২য় ইনিংস: (লক্ষ্য ২১৫) ৬৮.৫ ওভারে ২১৭/৬ (রাফসান ৭১, আশরাফুল ৩৪, সায়েম ২৭, সালমান ১৮*, ফজলে মাহমুদ ৯, মইন ৫, সোহাগ ২৩, কামরুল ৮*; গালিব ৮-১-২৫-০, আবু হায়দার ১৫-৩-৩৬-১, রকিবুল ২৬-৪-৭৪-৫, শরিফুল্লাহ ১৪.৫-২-৪৪-০, স্বাধীন ৫-০-২২-০)
ফল: বরিশাল বিভাগ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রাফসান আল মাহমুদ