বরিশালে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ আটক ১

অক্টোবর ২৭ ২০২২, ২০:২৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলায় সাড়ে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। আটক মাদক কারবারির নাম মো. উজ্জ্বল (২৫)। তিনি উপজেলার মাটিয়ালা গ্রামের বাসিন্দা মো. রত্নন রাঢ়ীর ছেলে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল।

তিনি জানান, বুধবার ২৬ অক্টোবর রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন হিজলা কর্তৃক উপজেলার ধূলখোলা ইউনিয়নের মোঘল দফতরি ঘাট সংলগ্ন চর এলাকায় একটি অভিযান চালায়। এ সময় মাদক কারবারি উজ্জ্বলকে সাড়ে চার কেজি গাঁজাসহ আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে হিজলা থানায় হস্তান্তর করা হয়।

 

এছাড়া আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও