জাতীয় ইমাম সমিতি মহানগর সভাপতি কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।
বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. সামসুল আলম, মাওলানা আবুদর রব ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ। বক্তারা রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
পরে অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানানো হয়।









































