রাঙ্গাবালীতে শিক্ষার্থী যাতায়াতের জন্য রাস্তা মেরামত
নভেম্বর ০৬ ২০২২, ১৬:০৮
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনী স্কুলের পিছনের ৩৫০ ফুট রাস্তাটি জাগোনারী উদ্যোগে মেরামত করা হয়েছে। কেয়ার বাংলাদেশ সহযোগীতায় ১লক্ষ ৫০হাজার টাকায় জাগোনারী উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়।
নয়াভাংগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও কলেজ পড়ুয়া শত শত ছাত্র/ছাত্রী প্রতিদিন যাতায়েত করে। রাস্তাটি পরিদর্শনে আসেন জাগোনারীর প্রধান নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি ও কমিউনিকেশন অফিসার মাহবুবা খলিল, সিনিয়র অফিসার ফরিদ উদ্দিন এবং এফ এফ জাগোনারী প্রদৃপতো প্রকল্প শিরিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন আবুল কাসেম খলিফা, নাজমুন নাহার আনসারি, প্রধান শিক্ষক শরৎ মাহমুদ, ইউপি সদস্য রওশন মৃধা, আইয়ুব খান, বাবলু ডাক্তার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য মোঃ রওশন মৃধা জানান, কেয়ার বাংলাদেশ এর সহযোগীতায় জাগোনারী কর্তৃক বাস্তবায়িত কাসেম খলিফা বাড়ীর সামনের রাস্তাটি বেহাল দশা। কিন্তু জাগোনারী সহযোগীতায় রাস্তাটি মেরামত করা হয়েছে। ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের যাতায়াতে খুবই সুবিধা হবে। আমি ব্যক্তিগতভাবে সকলের পক্ষ থেকে কেয়ার বাংলাদেশ ও জাগোনারীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।