কাউখালীতে শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অক্টোবর ২৭ ২০২২, ১৮:০৮

পিরোজপুর প্রতিনিধি॥ ‘ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার সর্বস্তরের শিক্ষকদের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, অফিসার ইনচার্জ মো. বনি আমিন, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ আব্দুল হান্নান. প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, জোলাগাতী ইসলামিয়া ফাজ্যিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুর রহিম, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারন সম্পাদক হাবিবুল্লাহ ফকির প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বাদশা আলমগীরের শিক্ষকের প্রতি সম্মানের কথা উল্লেখ করে বিভিন্ন উপমা বর্ননা করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও