ব‌রিশা‌ল আজ জনসভার শহর, মিছিলের শহর: মির্জা আব্বাস

নভেম্বর ০৫ ২০২২, ১৭:৫১

নিজস্ব প্রতিবেদক ‍॥ ব‌রিশা‌লে বিএন‌পির সমাবেশে প্রধান বক্তা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা যে এত বাধাবিপত্তি পেরিয়ে জনসমাবেশকে জনসমুদ্রে রূপ দিয়েছেন এটাই প্রমাণ করে বিএনপির প্রতি দেশের প্রতি আপনাদের ভালোবাসা কতটা।’

এ সময় তিনি বরিশাল নগরীকে জনসভার শহর, মিছিলেন শহর বলেও মন্তব্য করেন। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, হামলা-মামলা, ভোটাধিকারসহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিএনপির ওই বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশে মির্জা আব্বাস বলেন, ‘এখানে এসে দেখলাম ফোনে কথা বলতে পারছি না। ইন্টারনেট বন্ধ। তাই লাইভ টেলিকাস্ট নাই। রাজপথ, রেলপথ, আকাশপথ সবকিছুই বন্ধ। তারপরও আজ গোটা বরিশাল শহর জনসভার শহর, মিছিলের শহর। তাহলে সব বন্ধ করে কী লাভ হলো। সমস্ত বাধা উপেক্ষা করে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হলো।

‘এ সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে। না হলে দেশের আর কিছু বাকি থাকবে না। এই সরকারের অধীনে নির্বাচন নয়, ইভিএমে নির্বাচন নয়। ১৫ বছর আগে আমার যে ভাই ভোটার হয়েছে সে বলতে পারবে না ভোট কেমন।’

মঞ্চে বেলা ২ট‌ার আগেই উপস্থিত হন সমা‌বে‌শের প্রধান অতিথি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়াও উপস্থিত আছেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবাদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান।

সমাবেশের সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও