আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মার্চ ০৯ ২০২৩, ১০:৪১

অনলাইন ডেস্ক :: নাটোরের সিংড়ায় তালাবদ্ধ দোকানে আগুন নেভাতে গিয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৩ জন। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ও সিংড়া থানার ওসি মিজানুর রহমান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমগ্রাম বাজারে হাবিবুবর রহমানের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। এ সময় দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে তা বাজারের আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সাথে ওই আগুন নেভাতে গিয়ে জগো প্রামানিক নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয় আরও ৪জন।

ওসি মিজানুর রহমান জানান, অগ্নিদগ্ধদের মধ্যে তিনজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন।

এর আগে মঙ্গলবার রাতে আগুনে পুড়ে বড়াইগ্রামের খাকসায় দুই সন্তানসহ এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও