হিজলায় মজুদকৃত মা ইলিশ আটক,মাদ্রাসা ও দুস্তদের মাঝে বিতরণ
অক্টোবর ২৭ ২০২২, ১৭:৫৮
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল পরিমানে মা ইলিশ মজুদ করে কিছু অসাধু ব্যবসায়ীরা। উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের আবদা বাজার সংলগ্ন কয়েকটি বাড়িতে ব্যবসায়ীরা এ মাছ মজুদ করে।
এ সংবাদেও ভিত্তিতে ২৬ শে অক্টোবর সন্ধ্যা ৬ টার সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ নেতৃত্বে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া ও হিজলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে যৌথভাবে এ অভিযান সফল করে।
তখন ৩ টি ঘর তল্লাশী করে বিপুল পরিমানের মা ইলিশ ও কারেন্ট জাল আটক করে।মাছ মজুদকৃত ২ টি ডিপ ফ্রিজ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার জানায় আটককৃত মা ইলিশ বিভিন্ন এতিম খানা মাদ্রাসা ও দুস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। আটক জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়েছে।২ টি ডিপ ফ্রিজ নিলামে বিক্রি করা হবে।