মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
অক্টোবর ২৭ ২০২২, ১৭:৪৩
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
বিতরণ সভায় আরও বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছসহ প্রমুখ।
পরে উপজেলার ৫টি ইউনিয়নের ৩০৪ জন মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন প্রধান অতিথি এমপি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।